আমাদের প্রতিজ্ঞা দেশকল্যাণ, উদ্ভাবন, জনসেবা, সততা, নিরপেক্ষ ও দারিদ্র মুক্ত স্বনির্ভর বাংলাদেশ গড়েতোলা।

চুয়াডাঙ্গা পৌরসভা

নব গঠিত সহায়ক কমিটির মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন পৌর প্রশাসক জনাব শারমিন আক্তার, তারিখ: ৩০/০৯/২০২৪খ্রি.
পৌরসভার ৪১তম মাসিক সভায় বক্তব্য রাখছেন প্রশাসক জনাব শারমিন আক্তার।
পরিচালক (যুগ্মসচিব), স্থানীয় সরকার, খুলনা বিভাগ, খুলনা জনাব মোঃ তবিবুর রহমান, চুয়াডাঙ্গা পৌরসভা পরিদর্শন করেন। এ সময় উপস্থিতি এ সময় উপস্থিত আছেন পৌর মেয়র জনাব জাহাঙ্গীর আলম মালিক, প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব ফাতেমা-তুজ-জোহরা সহ পৌরসভার সকল কাউন্সিলর এবং কর্মকর্তাগণ। তারিখ ০৮/০৭/২০২৪ খ্রি. সকাল: ০৯:২০ হতে ১১: ৪০ মিনিট
মাননীয় জেলা প্রশাসক জনাব ড. কিসিঞ্জার চাকমা ২৩/১০/২০২৩ চুয়াডাঙ্গা পৌরসভা পরিদর্শন করেন এ সময় উপস্থিত আছেন পৌরসভা সম্মানিত মেয়র জনাব জাহাঙ্গীর আলম মালিক, প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব শামীম ভূইয়া সহ পৌরসভা সকল কাউন্সিলরগণ
ADB Loan Review Mission Team চুয়াডাঙ্গা পৌরসভার চলমান UGIIP-III প্রকল্পের কাজ পরিদশনের জন্য ১২/০৮/২০২২ তারিখ সকাল ৮.৪৫ মিনিটে পৌর ভবনে আগমন করেন পৌরসভার পক্ষে অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সাজিয়া আফরীন উপ-পরিচালক (ভারপ্রাপ্ত), চুয়াডাঙ্গা পৌরসভা পরিদর্শন করছেন। ১৯/০১/২০২১খ্রিঃ।
'মহান বিজয় দিবস' ২০২০ এ স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী শহীদদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধাঞ্জলি - মেয়র, চুয়াডাঙ্গা পৌরসভা।
শারমিন আক্তার
শারমিন আক্তার

প্রশাসক, চুয়াডাঙ্গা পৌরসভা

নিয়মিত পৌরকর ও পানির বিল পরিশোধ করে পৌরসভা উন্নয়নে সহযোগীতা করুন।

নাজিবুল আলম
নাজিবুল আলম

প্রধান নির্বাহী কর্মকতা, চুয়াডাঙ্গা পৌরসভা

পৌর আইন মেনে চলুন, পরিচ্ছন্ন নগর গড়ুন।

সহায়ক কমিটি

এক নজরে চুয়াডাঙ্গা পৌরসভা

গাঙ্গীয় বদ্বীপের বঙ্গ জনপদ গড়ে ওঠা আজকের এই চুয়াডাঙ্গা। এই চুয়াডাঙ্গা শহরে বসবাসকারী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা নিশ্চিত করার লক্ষে নানা নামে স্থানীয় সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়। কারণ স্থানীয় সরকারই জনগণের কাছাকাছি থেকে সমাজের উন্নয়ন মূলক কর্মকান্ড পরিচালনা করে থাকে। সেই লক্ষে ১৯৪৭ সালে চুয়াডাঙ্গা লেকাল বোর্ড গঠিত হয়। পরবর্তি কালে ১৯৬০ সালে ইউনিয়ন পরিষদ, ১৯৬৫ সালে টাউন কমিটি গঠন করা হয়। বাঙলাদেশ স্বাধীন হওয়ার সাথে সাথে জনগণের অধিকতর নাগরিক সুবিধা প্রদানের লক্ষে ১৯৭২ সালে ২০শে জানুয়ারী চুয়াডাঙ্গা পৌসভায় রূপান্তিত হয়। তখন চুয়াডাঙ্গা পৌরসভা ৩য় শ্রেণীর পৌরসভা ছিল। পরবর্তিতে ১৯৮৪ সালের ২৭ আগষ্ট ২য় শ্রেণীতে এবং ১৯৯৫ সালের ১৯ জানুয়ারী ১ম শ্রেণীর পৌরসভায় উন্নীত হয়। সুদীর্ঘ পথ পরিক্রমায় বিভিন্ন নাম ধারনকারী চুয়াডাঙ্গার স্থানীয় সরকারগুলো এই শহরের জনগোষ্ঠীর নাগরিক সুবিধা নিশ্চিত করার ব্রত নিয়ে কাজ করে এসেছে। এ চুয়াডাঙ্গার রয়েছে গৌরবজ্জ্বল অতীত।

চুয়াডাঙ্গা পৌরসভার আয়তন

চুয়াডাঙ্গা পৌরসভার তথ্য ও চুয়াডাঙ্গা মহাপরিকল্পার জরিপ প্রতিবেদন অনুযায়ী পৌরসভার আয়তন ৩৭.৩৯ বর্গ কিঃ মিঃ। ০৯ টি ওয়ার্ড বিশিষ্ট পৌরসভায়- ভিমরুল্লা, হাটকালুগঞ্জ, সুমিরদিয়া, বেলগাছি, বুজরুক গড়গড়ী, তালতলা, জাফরপুর, ঠাকুরপুর, নূরনগর, চুয়াডাঙ্গা, হাজরাহাটি, দিগড়ী, কুলচারা সহ মোট ১৩ টি মৌজা ও ৭১ টি সীট রয়েছে।

পৌরসভার সীমানা ও অবস্থান 

চুয়াডাঙ্গা জেলা ২৩.২২০ হতে ২৩.৫০০ উত্তর অক্ষাংশ এবং ৪৪.৩৭০ হতে ৪৪.০০০ পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। চুয়াডাঙ্গা জেলার অন্তর্গত ও পৌরসভার পার্শ্ববর্তী পৌরসভা জীবননগর এর উপর দিয়ে কর্কট ক্রন্তি রেখা অতিক্রম করেছে। ভৌগলিক অবস্থান বিবেচনা করলে চুয়াডাঙ্গা পৌরসভার উত্তরে মাথাভাঙ্গা নদী, দক্ষিনে মাখালডাঙ্গা, পূর্বে শৈলগাড়ী ও পশ্চিমে মাথাভাঙ্গা নদী অবস্থিত।

চুয়াডাঙ্গা পৌরসভার ভিশনঃ-

কম সময়ে, সকল পৌরবাসীর কাছে সব নাগরিক সুবিধা পৌছানোর ব্রত নিয়ে, চুয়াডাঙ্গা পৌরসভার সৃষ্টি হয়েছে। পরিকল্পিত নগরায়ন, দূষন মুক্ত ও স্বাস্হ্যসম্মত পরিবেশ নিশ্চিতকরন পানি ও ড্রেনেজ ব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনা, যানজট নিরসন, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করণ, উন্নত শিক্ষা ব্যবস্থা, ও প্রতিটি পৌরবাসীর সব ধরনের নাগরিক সেবা প্রদানই চুয়াডাঙ্গা পৌরসভার এক মাত্র লক্ষ্য।

চুয়াডাঙ্গা পৌরসভার মিশনঃ-

আমাদের মূল লক্ষ্য হল সমস্ত বাসিন্দাদের জন্য জীবনমান উন্নত করা, প্রয়োজনীয় পরিষেবাগুলির কার্যকর এবং ন্যায্য সরবরাহ নিশ্চিত করা এবং টেকসই উন্নয়নকে উৎসাহিত করা। আমরা আমাদের অবকাঠামো, যেমন রাস্তা, গণপরিবহন, এবং ইউটিলিটি রক্ষণাবেক্ষণ ও উন্নত করতে প্রতিশ্রুতিবদ্ধ, যাতে আমাদের সম্প্রদায়ের প্রতিদিনের প্রয়োজন মেটানো যায়। এছাড়াও, আমরা পরিবেশগত স্থিতিশীলতাকে অগ্রাধিকার দিই, সবুজ উদ্যোগ বাস্তবায়ন, দূষণ হ্রাস, এবং বর্জ্য সুষ্ঠুভাবে পরিচালনা করি। আমরা স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং আবাসন সহ বিস্তৃত সামাজিক পরিষেবা প্রদানের উপর জোর দিই, যাতে সমস্ত নাগরিক প্রয়োজনীয় সংস্থানগুলির অ্যাক্সেস পায় এবং সমৃদ্ধ হতে পারে। একটি নিরাপদ, পরিষ্কার এবং অন্তর্ভুক্তিমূলক নগর পরিবেশ গড়ে তোলার মাধ্যমে, আমরা ব্যবসা এবং পর্যটকদের আকৃষ্ট করতে, স্থানীয় অর্থনীতিকে উন্নীত করতে এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে চাই। অবশেষে, আমাদের লক্ষ্য হল একটি বাসযোগ্য, গতিশীল এবং স্থিতিশীল শহর তৈরি করা যা আমাদের বৈচিত্র্যময় জনসংখ্যার বর্তমান এবং ভবিষ্যতের চাহিদা পূরণ করে।