১৫ জুলাই’২৫ সকাল: ১০:০০ টায় পৌরসভা মিলনায়তনে ২০২৪-২৫ অর্থবছরে প্রাথমিক স্বাস্থ্যসেবা সহায়তার আওতায় স্যানিটারী ন্যাপকিন, পুষ্টিসমৃদ্ধ খাবার ও ঔষধসামগ্রী বিতরণ করা হয়। জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম, জেলা প্রশাসক (যুগ্ম সচিব), চুয়াডাঙ্গা উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানটি শুভ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন পৌর প্রশাসক জনাব শারমিন আাক্তার, পৌর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব এম. সাইফুল্লাহ, জেলা শিক্ষা অফিসার, উপপরিচালক জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, চুয়াডাঙ্গা, উপপরিচালক, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর, চুয়াডাঙ্গা ও পৌর নির্বাহী কর্মকর্তা, চুয়াডাঙ্গা পৌরসভা।

Posted on July 15th, 2025