আমাদের প্রতিজ্ঞা দেশকল্যাণ, উদ্ভাবন, জনসেবা, সততা, নিরপেক্ষ ও দারিদ্র মুক্ত স্বনির্ভর বাংলাদেশ গড়েতোলা।

চুয়াডাঙ্গা পৌরসভা

নতুন পানি সংযোগ নেয়ার নিয়মাবলী


চুয়াডাঙ্গা পৌরসভা হতে নতুন পানি সংযোগ নেয়ার জন্য যে সকল প্রয়োজনীয় কাগজ পত্রের প্রয়োজন তা নিম্নরুপঃ

  • আবেদন ফর্ম (পৌরসভা কর্তৃক সংগ্রহ করতে হবে)
  • ১ কপি পাসপোর্ট সাইজের ছবি
  • জাতীয় পরিচয় পত্রের ফটোকপি
  • পৌরকর পরিশোধ রশিদের ফটোকপি

 

পানির মাসিক রেট(টাকা)

ডায়া আবাসিক ব্যানিজ্যিক মন্তব্য
১ম তলা বহুতলা
১/২” ২০০.০০ ৪০০.০০ ৬৫০.০০ আবাসিক গ্রাহকের ক্ষেত্রে প্রতি ফ্লাট/ ইউনিটের জন্য অতিরিক্ত ১০০/- টাকা/- অতিরিক্ত বিল ধার্য করা হলো।
৩/৪” ৩০০.০০ ৫৫০.০০ ৮৫০.০০
১” ৫৫০.০০ ১০০০.০০ ১৪০০.০০
১.৫” ১২০০.০০ ১৫০০.০০ ২২০০.০০

 

পানির নতুন সংযোগ ফিস(টাকা)

ডায়া আবাসিক ব্যানিজ্যিক
১/২” ১১০০.০০ ২০০০.০০
৩/৪” ১৪০০.০০ ৩০০০.০০
১” ৩০০০.০০ ৪০০০.০০
১.৫” ৪০০০.০০ ৫৫০০.০০

 

নলকূপ ও মটর ফিস(টাকা)

নলকূপে মটর স্থাপন মাসিক ফিস
৫০০০.০০ ১ম ও ২য় তলা ৩য় ও ৪র্থ তলা ৪র্থ তলার উপরে
১৫০.০০ ২০০.০০ ৩০০.০০

 

ফর্ম ও অন্যান্য ফিস(টাকা)

সেবার নাম রেট(টাকা)
ফরম ২০০.০০
নাম পরিবর্তন ১৫০০.০০
স্থান পরিবর্তন ৭০০.০০
পুনঃ সংযোগ ফিস ৫০০.০০
নল সংযোগ কর্তন ১৫০০.০০
ওয়াস করণ ৪০০.০০
ক্লাম ৮ ইঞ্চি ৮০০.০০
ক্লাম ৬ ইঞ্চি ৭০০.০০
ক্লাম ৪ ইঞ্চি ৬০০.০০