Posted on October 30th, 2018
এবারের জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর-২০১৮ এর প্রধান স্লোগান-‘‘টেকসই উন্নয়ন, স্বাস্থ্য সম্মত স্যানিটেশন’’ এই স্লোগানকে সামনে রেখেই স্যানিটেশন মাস অক্টোবর-২০১৮ পালিত হয়। (গত ইং ২২/১০/২০১৮ রোজ সোমবার সকাল ১০.০০ ঘটিকায় পৌরসভা হতে র্যালী বাহির হয়ে শহরের প্রধান ফ্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার পৌরসভা অফিস চত্বরে এসে সমাপ্ত হয়)